চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, তারা ইসলামী রাজনীতির পক্ষে ঐক্য গড়তে অনেক আশা নিয়ে উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু, জামায়াতে ইসলামী ইসলামের নীতি ও আদর্শ বাস্তবায়নের অঙ্গীকার থেকে সরে যাচ্ছে—এটা লক্ষ্য করার পর তারা ইসলামের স্বার্থে আলাদা রাজনৈতিক পথে যেতে বাধ্য হয়েছেন।
তিনি বলেন, ‘তবে আল্লাহর রহমতে আমরা একা নই। সমাজের সর্বস্তরের মানুষ ও আলেম-ওলামারা আমাদের সঙ্গে আছেন।’
আজ রোববার ময়মনসিংহ নগরীর কৃষ্ণচূড়া স্কয়ারে ময়মনসিংহ-৬ ও ময়মনসিংহ-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থীদের সমর্থনে আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
রেজাউল করিম আরও বলেন, বিএনপি ও জামায়াত অতীতে দেশ শাসন করেছে, কিন্তু জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। বরং দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়নে পরিণত হয়েছে।
তিনি বলেন, ‘আল্লাহর রহমতে যদি জনগণ আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তবে ইন শা আল্লাহ দুর্নীতির মূলোৎপাটন করা হবে। আমরা জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায়—এমন বাংলাদেশ গড়ে তুলব।
অনেক প্রার্থী নানা ধরনের উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও ‘নীতির উন্নয়ন’ নিয়ে কেউ কথা বলেন না উল্লেখ করে তিনি মন্তব্য করেন, ‘সংসদ সদস্যরা যদি সঠিক নীতিমালা প্রণয়ন করেন এবং সেগুলো বাস্তবায়নে নির্বাহী বিভাগকে জবাবদিহির আওতায় আনেন, তাহলে উন্নয়ন স্বাভাবিকভাবেই দেশের সব নাগরিকের কাছে পৌঁছাবে।’
তিনি বলেন, গত ৫৪ বছরে এই জাতি উন্নয়নের অনেক দাবি শুনেছে, কিন্তু তথাকথিত সেই উন্নয়নের আড়ালে ছিল ‘দুর্নীতির মহোৎসব’।
তিনি আরও বলেন, হত্যা, গুম ও অর্থপাচার প্রতিদিন দেশকে পিছিয়ে দিচ্ছে। তাই রাষ্ট্রের কাঠামোগত উন্নয়ন ও নীতিমালা সংস্কারের ওপর জোর দিতে হবে।
