-4.6 C
New York

সিরাজগঞ্জে পরিত্যক্ত বেসিন ধসে ২ শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ সদরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পরিত্যক্ত হাত ধোয়ার বেসিন ধসে ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে আহত হয় আরও ২ শিশু।

আজ রোববার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের শালুয়াভিটা হাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবু রায়হান (৬) ওই এলাকার ফরিদুল ইসলামের ছেলে ও সুমি খাতুন (২) সজিব সেখের মেয়ে।

আহতরা হলেন মেনহাজের ছেলে আবির (২) ও সামিদুল ইসলামের মেয়ে সানজিদা খাতুন (৩)।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, করোনাকালীন সময় হাটে আগতদের জন্য হাত ধোয়ার একটি বেসিন নির্মাণ করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। করোনা শেষ হওয়ার পর এটি পরিত্যক্ত ছিল। খেলার সময় হঠাৎ বেসিনটি শিশুদের উপর ধসে পড়ে।

তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজন শিশুকে মৃত ঘোষণা করেন। বাকি একজন হাসপাতালে ভর্তি রয়েছে।

ওসি শহিদুল জানান, পুলিশ ঘটনার তদন্ত করছে। নিহত পরিবার আইনি ব্যবস্থা নিলে সহযোগিতা করা হবে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে সিরাজগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রোকনুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বিষয়টি দুঃখজনক। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আমরা অন্যান্য এলাকায় পরিত্যক্ত এ সব বেসিন সরিয়ে ফেলার দ্রুত উদ্যোগ নেবো।’

Related Articles

Latest Articles