-3 C
New York

খসড়ায় গুরুত্বপূর্ণ সংশোধনের আহ্বান তথ্য অধিকার ফোরামের

উপদেষ্টা পরিষদের বৈঠকে সম্প্রতি অনুমোদিত তথ্য অধিকার অধ্যাদেশ, ২০২৬-এ আরও কিছু জরুরি সংশোধনের আহ্বান জানিয়েছে তথ্য অধিকার ফোরাম।

আজ রোববার সংস্থাটির আহ্বায়ক শাহীন আনামের সই করা এক বিবৃতির মাধ্যমে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে এ আহ্বান জানানো হয়।

বাংলাদেশের নাগরিকদের তথ্য প্রাপ্তির অধিকারকে স্বীকৃতি দিতে ২০০৯ সালে প্রণীত হয় তথ্য অধিকার আইন। তবে দেড় দশকে কাঙ্ক্ষিত সুফল না পাওয়ায়, গত বছরের ৬ মার্চ এ আইনে ৩৭টি সংশোধনী প্রস্তাব আনার আহ্বান করে তথ্য অধিকার ফোরাম।

ওই সংশোধনী প্রস্তাবগুলোকে গুরুত্ব দিয়ে গত ২২ জানুয়ারি উপদেষ্টা পরিষদের বৈঠকে নীতিগত অনুমোদন পায় তথ্য অধিকার অধ্যাদেশ, ২০২৬ এর খসড়া।

এ অনুমোদনের পরিপ্রেক্ষিতে আরও কিছু জরুরি সংশোধনীর আহ্বান জানিয়েছে তথ্য অধিকার ফোরাম।

সংশোধনীসমূহ হলো—তথ্যের সংজ্ঞায় নোট সিট অন্তর্ভুক্ত করা; কর্তৃপক্ষের আওতা বৃদ্ধি; তথ্য কমিশন এর পরে বাংলাদেশ শব্দটি যুক্ত করা; প্রধান তথ্য কমিশনার ও তথ্য কমিশনারগণের নিয়োগ, মেয়াদ, পদত্যাগ, পদমর্যাদা, পারিশ্রমিক ও সুবিধাদি সংক্রান্ত এবং সবশেষ আপিল কর্তৃপক্ষকে জবাবদিহির আওতায় আনতে জরিমানার আওতায় আনা।

Related Articles

Latest Articles