বাংলাদেশ ইস্যুতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির সাম্প্রতিক মন্তব্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) চরম অসন্তোষ প্রকাশ করেছে বলে খবর বেরিয়েছেন। ভারতীয় গণমাধ্যম সূত্রের বরাতে বলেছে, পাকিস্তান যদি বিশ্বকাপের পথ থেকে সরে দাঁড়ায়, তবে তাদের ওপর বড় ধরনের নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সমর্থনে পাকিস্তান যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত নেয়, তবে পিসিবিকে কঠিন শাস্তির মুখে পড়তে হবে।
আইসিসি-র সম্ভাব্য নিষেধাজ্ঞার আওতায় রয়েছে— পাকিস্তানের সব ধরনের দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত করা, পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বিদেশি ক্রিকেটারদের অনাপত্তিপত্র বা এনওসি প্রদানে নিষেধাজ্ঞা এবং এশিয়া কাপ থেকে তাদের বাদ দেওয়া।
একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ‘পাকিস্তানও যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নেয়, তবে আইসিসি একগুচ্ছ নিষেধাজ্ঞা আরোপ করবে। এর মধ্যে কোনো আন্তর্জাতিক দলের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ না থাকা, পিএসএলে বিদেশি খেলোয়াড়দের এনওসি না দেওয়া এবং এশিয়া কাপে অংশগ্রহণের সুযোগ কেড়ে নেওয়ার মতো বিষয়গুলো রয়েছে।’
এর আগে আইসিসি-র বিরুদ্ধে ‘দ্বিমুখী নীতি’র অভিযোগ তুলে পিসিবি প্রধান মহসিন নাকভি বলেছিলেন, বাংলাদেশের সঙ্গে অবিচার করা হচ্ছে। তিনি জানান, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বিদেশ থেকে ফেরার পর সরকারের উচ্চপর্যায়ে আলোচনার মাধ্যমে বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
নাকভি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে। একটি দেশ যখন তখন যেকোনো সিদ্ধান্ত নিতে পারে, অথচ অন্য দেশের বেলায় ভিন্ন চিত্র। বাংলাদেশ ক্রিকেটের বড় একটি অংশীদার এবং এই অবিচার হওয়া কাম্য নয়।’
পিসিবি প্রস্তাব দিয়েছে যেন বাংলাদেশের জন্য একটি ‘হাইব্রিড মডেল’ রাখা হয়। বর্তমানে পাকিস্তান যেমন কলম্বোতে তাদের বিশ্বকাপের ম্যাচগুলো খেলার সুযোগ পাচ্ছে, বাংলাদেশের জন্যও তেমনই ব্যবস্থা করার দাবি জানিয়েছেন নাকভি।
পিসিবি প্রধানের মতে, ‘পাকিস্তান ও ভারতের মতো বাংলাদেশও আইসিসি-র পূর্ণ সদস্য। পাকিস্তান-ভারতকে সুবিধা দেওয়া হলে বাংলাদেশের ক্ষেত্রেও একই নিয়ম হওয়া উচিত। একটি দেশ অন্য দেশের ওপর শর্ত চাপিয়ে দিতে পারে না।’
তবে ভারত ও পাকিস্তান হাইব্রিড সমঝোতা করে নিয়েছে টুর্নামেন্টের সূচির বেশ আগে। সূচির পর কোন কিছু বদলের নজির নেই।
এদিকে বয়কট আলোচনার মাঝেই রোববার ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছে পাকিস্তান।
