-4.6 C
New York

নরসিংদীতে গাড়ির ওয়ার্কশপ থেকে যুবকের পোড়া লাশ উদ্ধার

নরসিংদী সদর উপজেলার দগরিয়া এলাকায় একটি গাড়ি মেরামতের ওয়ার্কশপ থেকে এক যুবকের আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত চঞ্চল ভৌমিক (২৫) ওই ওয়ার্কশপের কর্মচারী ছিলেন।

ফায়ার সার্ভিস বলছে, আগুন লাগার কারণ বৈদ্যুতিক শর্টসার্কিট। ভেতরে থাকা চঞ্চল ওই আগুনে পুড়ে মারা গেছেন।

চঞ্চল ভৌমিকের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষীপুর গ্রামে। তিনি খোকন ভৌমিকের ছেলে। কয়েক বছর আগে নরসিংদী এসে ওই ওয়ার্কশপে কাজ শুরু করেন তিনি। গত রাতে তার মরদেহ পাওয়ার বিষয়টি জানা যায়।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন বলেন, ‘আমরা ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। ফুটেজে দোকানের সামনে এবং আশপাশে কয়েকজনকে দেখা গেছে। তবে ঘটনার সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা আছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুন লাগার শুরুতে দোকানের সামনে একজনকে দেখা গেছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’

নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক শিমুল রফিক দ্য ডেইলি স্টারকে বলেন, ‘নরসিংদী স্টেশনের আমাদের একটি দল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আমাদের তদন্তে এসেছে, শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। ভেতরে থাকা এক যুবক ওই আগুনেই পুড়ে মারা গেছেন।’

তবে সিসিটিভি ফুটেজে এক যুবককে আগুন লাগাতে দেখা গেছে বলে অভিযোগ উঠেছে। ওই যুবকের হাতে কালো রঙের একটি ব্যাগ ছিল, যা থেকে কিছু একটা বের করতে দেখা যায়। আগুন ধরার পর তাকে ওই জায়গা থেকে চলে যেতে দেখা যায়।

ওসি এ আর এম আল মামুন বলেন, ‘এটি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন, নাকি পুড়িয়ে হত্যা—তা নিশ্চিত হওয়া যায়নি। আমরা খবর পেয়ে দ্রুত লাশ উদ্ধার করি। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমরা দোকানমালিকের কাছ থেকে একটি অভিযোগ নিয়ে রেখেছি। এ বিষয়ে আরও তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

Related Articles

Latest Articles