-3 C
New York

জামায়াত আমিরের সঙ্গে ব্রিটিশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

আজ রোববার সকাল সাড়ে ৯টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার জেমস গোল্ডম্যান, পলিটিক্যাল বিভাগের প্রধান টিমোথি ডাকেট ও সেকেন্ড সেক্রেটারি (পলিটিক্যাল) কেট ওয়ার্ডও উপস্থিত ছিলেন।

উভয়পক্ষের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। তারা আশা প্রকাশ করে, আসন্ন নির্বাচন বাংলাদেশে গণতন্ত্র এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবে।

ব্যবসা-বাণিজ্যে সহযোগিতা সহ দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে আরও গতিশীল হবে বলেও উভয়পক্ষ আশা প্রকাশ করে।

বৈঠকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও দলের কেন্দ্রীয় প্রচার ও গণমাধ্যম বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, জামায়াতের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা আমির মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

Related Articles

Latest Articles