থাইল্যান্ডের ব্যাংককে ইতিহাস গড়ল বাংলাদেশ। হুয়া মাক ইনডোর স্টেডিয়ামে আজ টুর্নামেন্টের শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথম সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
পুরো টুর্নামেন্টেই ব্রাত্যো বা দলের বাইরে থাকা অভিজ্ঞদের নিয়ে গড়া এই দলটির হয়ে আবারও নিজেকে প্রমাণ করেছেন সাবিনা খাতুন। জাতীয় দল থেকে এক প্রকার ব্রাত্যো হয়ে পড়া সেই সাবিনাই সামনে থেকে নেতৃত্ব দিয়ে চার গোল করেছেন। হ্যাটট্রিক করেছেন লিপি আক্তারও। এছাড়া কৃষ্ণা রানী সরকার দুটি এবং নুসরাত জাহান, সুমাইয়া মাতসুশিমা, নিলুফা ইয়াসমিন নিলা, মেহেনুর আক্তার ও মাসুরা পারভীন একটি করে গোল করেন।
ছয় ম্যাচে পাঁচ জয় ও এক ড্রতে ১৬ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শেষ করল বাংলাদেশ। দ্বিতীয় স্থানে থাকা ভুটানের চেয়ে পাঁচ পয়েন্ট এগিয়ে থেকে শিরোপা নিশ্চিত করেছে তারা। ভুটানের আজ নেপালের সঙ্গে একটি ম্যাচ বাকি থাকলেও সেটি জিতলে তাদের পয়েন্ট হবে ১৪, যা বাংলাদেশকে ছোঁয়ার জন্য যথেষ্ট নয়।
ম্যাচের শুরুতে অবশ্য কিছুটা ধাক্কা খেয়েছিল বাংলাদেশ। চতুর্থ মিনিটে মাসুরার আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে দল। তবে টুর্নামেন্টজুড়ে অপরাজিত থাকা বাংলাদেশ সমতায় ফিরতে সময় নিয়েছে মাত্র দুই মিনিট। অধিনায়ক সাবিনার দারুণ ফিনিশিংয়ে ম্যাচে ফেরে দল।
প্রথমার্ধেই ৬-১ ব্যবধানে এগিয়ে গিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। বিরতির পর মালদ্বীপের জালে গোল উৎসব করে তারা। দ্বিতীয়ার্ধে মালদ্বীপের মারিয়াম নূরা একটি সান্ত্বনামূলক গোল করলেও তা ব্যবধান কমানোর জন্য যথেষ্ট ছিল না।
আসরে মোট ১০ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন সাবিনা খাতুন। উল্লেখ্য, জাতীয় দলের মূল পরিকল্পনা থেকে বাদ পড়া অভিজ্ঞ ফুটবলারদের নিয়ে এই দল গঠন করা হয়েছিল, যাদের অনেকে বাংলাদেশের সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের কারিগর ছিলেন। শেষ পর্যন্ত সেই অভিজ্ঞদের ওপর ভর করেই দক্ষিণ এশিয়ার ফুটসালে প্রথম মুকুট পরল বাংলাদেশ।
