-5.5 C
New York

মিনেসোটায় ৫ শিশুকে আটক করেছে আইসিই

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে দুই ও পাঁচ বছর বয়সীসহ অন্তত পাঁচ শিশুকে আটক করেছে মার্কিন ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, কলম্বিয়া হাইটসের মিনিয়াপোলিস থেকে চার শিশুকে আটকের অভিযোগ করেছে স্কুল কর্তৃপক্ষ ও পরিবারের সদস্যরা। এদিকে দুই বছর বয়সী এক শিশু ও তার বাবাকে আটক করার খবর দিয়েছে দ্য গার্ডিয়ান।

আদালতের নির্দেশ অমান্য করে অভিবাসন কর্তৃপক্ষ এ কাজ করেছে বলে দাবি করেছে মানবাধিকার আইনজীবী ও অভিবাসন অধিকারকর্মীরা।

গার্ডিয়ান জানায়, বৃহস্পতিবার দুপুরে দোকান থেকে বাড়ি ফেরার সময় শিশু ও তার বাবা এলভিস জোয়েল টি-কে আটক করে আইসিই সদস্যরা।

পরিবারের আইনজীবীদের দাবি, কোনো ওয়ারেন্ট ছাড়াই বাড়িতে প্রবেশ করে। শিশুটি গাড়ির ভেতরে থাকা অবস্থায় জানালার কাঁচও ভাঙে একজন ইমিগ্রেশন এজেন্ট।

এসময় শিশুটির মা কাছেই দাঁড়িয়ে থাকলেও তাকে কাছে যাওয়ার সুযোগ দেওয়া হয়নি। এমনকি শিশুটির বাবাকেও বাধা দেয় এজেন্টরা। দুজনকেই গাড়িতে তুলে নিয়ে যায় তারা।

আর বিচারকের নির্দেশ উপেক্ষা করে বাবা ও মেয়েকে ওইদিনই বিমানে করে টেক্সাসের একটি ডিটেনশন সেন্টারে পাঠায় ইমিগ্রেশন এজেন্টরা।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) এক বিবৃতিতে জানায়, শিশুটির বাবা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন এবং ঝুঁকিপূর্ণভাবে গাড়ি চালাচ্ছিলেন।

তবে পরিবারের আইনজীবীরা বলছেন, শিশুটির বাবা ইকুয়েডরের নাগরিক হলেও তার আশ্রয় আবেদন বিচারাধীন রয়েছে এবং তার বিরুদ্ধে বহিষ্কারাদেশ নেই।

আর শিশুটির জন্মের পর থেকেই মিনেসোটায় বসবাস করছে বলে জানান তারা।

এর আগে মিনেসোটায় পাঁচ বছর বয়সী এক শিশুকে আটকের ঘটনা ব্যাপক আলোচিত হয়।

কলম্বিয়া হাইটস পাবলিক স্কুল ডিস্ট্রিক্টের সুপারিনটেনডেন্ট জেনা স্টেনভিক এক সংবাদ সম্মেলনে দাবি করেন, সশস্ত্র ও মুখোশধারী আইসিই কর্মকর্তারা এই সপ্তাহ পর্যন্ত মোট চার শিশুকে আটক করেছে।

মানবাধিকার সংগঠনগুলো জানায়, শিশুদের আটক ও পরিবার থেকে আলাদা করা আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের পরিপন্থী। এতে শিশুদের মানসিক স্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়তে পারে।

Related Articles

Latest Articles