দর্শকপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে নতুন বছরে নতুন দুই প্রজেক্টে দেখা যাবে। একটি ওয়েব সিরিজ, অন্যটি সিনেমা।
শিহাব শাহীন নির্মিত ‘ক্যাকটাস’ সিরিজে নারী প্রধান চরিত্রে দেখা যাবে মেহজাবীনকে। স্পাই ইউনিভার্স সিরিজের গল্প এটি।
মানসিব নামে এক তরুণ হ্যাকারকে কেন্দ্র করে গল্প এগিয়ে যায়। হ্যাকারের চরিত্রে অভিনয় করছেন প্রীতম হাসান।
একজন সাধারণ তরুণ কীভাবে স্পাই হয়ে ওঠেন তারই গল্প ‘ক্যাকটাস’।
এই সিরিজে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছেন মেহজাবীন ও প্রীতম। আরও রয়েছেন মানস বন্দ্যোপাধ্যায়, সালাহউদ্দিন লাভলু, শাহাদাৎ হোসেন, নাজিবা বাশারসহ অনেকে।
ওয়েব সিরিজের পাশাপাশি ‘পুলসিরাত’ নামে একটি রোমান্টিক থ্রিলার সিনেমায়ও অভিনয় করার কথা রয়েছে মেহজাবীনের।
সিনেমাটি নির্মাণ করবেন ভিকি জাহেদ।
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে ইতোমধ্যে সিনেমাটির নাম তালিকাভুক্ত করা হয়েছে।
প্রযোজনা প্রতিষ্ঠানের সূত্রে জানা গেছে, আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীর সঙ্গে কথা বলছেন তারা। তবে চুক্তির বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।
মেহজাবীন এর আগে ‘সাবা’ ও ‘প্রিয় মালতী’ নামে দুটি সিনেমায় অভিনয় করেছেন। ‘পুলসিরাত’তার তৃতীয় সিনেমা।
