জল্পনা-কল্পনা শেষে চলে এলো আনুষ্ঠানিক ঘোষণা। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড খেলবে বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
শনিবার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আনুষ্ঠানিকভাবে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ করবে না। নিরাপত্তা শঙ্কার কারণে সরকারের নির্দেশে ভারতের মাটিতে ম্যাচ খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অস্বীকৃতি জানানোর পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে, নির্ধারিত সূচি অনুযায়ী টুর্নামেন্ট আয়োজনের জন্য ভেন্যু পরিবর্তনের বিষয়ে বিসিবির অনুরোধ খারিজ করে দিয়েছে আইসিসি।
বাংলাদেশের জায়গায় তাই এখন স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে শুরু হতে যাওয়া বিশ্বকাপের ‘সি’ গ্রুপে তারা ইংল্যান্ড, ইতালি, নেপাল ও ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে।
বিস্তারিত আসছে…
