ইউক্রেন সংকট নিরসনে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দুই দিনব্যাপী ত্রিপক্ষীয় আলোচনা শেষ হয়েছে।
আজ শনিবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে তিন দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে দ্বিতীয় দিনের আলোচনা হয়।
ইউক্রেনের প্রধান আলোচক রুস্তেম উমেরভের মুখপাত্র ডায়ানা দাভিতিয়ানের বরাতে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
তিনি বলেন, ‘হ্যাঁ, বৈঠকটি শেষ হয়েছে।’
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসও বৈঠক শেষে রুশ প্রতিনিধিদল হোটেলে ফিরে গেছে বলে নিশ্চিত করেছে।
এক সূত্রের বরাতে তাস জানায়, রুদ্ধদ্বার বৈঠকটি প্রায় চার ঘণ্টা ধরে চলে। আলোচনায় ইংরেজি ও রুশ ভাষা ব্যবহার করেন প্রতিনিধিরা।
তাসের প্রতিবেদনে বলা হয়, বৈঠকে বাফার জোন, নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং নিরাপত্তা–সংক্রান্ত শর্ত ও কাঠামো নিয়ে আলোচনা হয়।
আলোচনায় সবচেয়ে জটিল ইস্যু ছিল—ডনবাস অঞ্চল। এ অঞ্চল থেকে ইউক্রেনের সেনা প্রত্যাহারকে অগ্রাধিকার দিয়েছে রাশিয়া।
তাসের প্রতিবেদনে আরও বলা হয়, পক্ষগুলো তাদের নিজ নিজ সরকারকে প্রাথমিক ফলাফল সম্পর্কে অবহিত করবে এবং এরপরই বিস্তারিত তথ্য জানা যাবে।
গতকাল শুক্রবার আবুধাবিতে ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রথমবারের মতো ত্রিপাক্ষিক আলোচনায় বসে যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও রাশিয়া।
এর আগে ২২ জানুয়ারি মস্কোয় তিন মার্কিন দূতের সঙ্গে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘ বৈঠক হয়। এরপর মস্কোর পক্ষ থেকে বলা হয়, ভূখণ্ডকেন্দ্রিক বিষয়গুলোর সমাধান না হলে টেকসই শান্তি সম্ভব না।
