-3 C
New York

সাতক্ষীরায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরায় যমুনা টেলিভিশনের সাংবাদিক আকরামুল ইসলামের ওপর হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ শনিবার সকাল ১১টার দিকে সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে শহরের নিউ মার্কেট এলাকার শহীদ আলাউদ্দিন চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তারা বলেন, ‘সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে সংবাদ সংগ্রহকালে যমুনা টেলিভিশনের সাংবাদিক আকরামুল ইসলামের ওপর ভেজাল সার উৎপাদনকারক ও অবৈধ সিন্ডিকেটের মূল হোতা মাজেদ গাজীর নেতৃত্বে সন্ত্রাসী কায়দায় পরিকল্পিত হামলা চালানো হয়। তার ক্যামেরা ও মাইক্রোফোন ভাঙচুর করা হয়। বিষয়টি প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি।’

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অপরাধীদের আইনের আওতায় না আনলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

Related Articles

Latest Articles