সাতক্ষীরায় যমুনা টেলিভিশনের সাংবাদিক আকরামুল ইসলামের ওপর হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ শনিবার সকাল ১১টার দিকে সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে শহরের নিউ মার্কেট এলাকার শহীদ আলাউদ্দিন চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তারা বলেন, ‘সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে সংবাদ সংগ্রহকালে যমুনা টেলিভিশনের সাংবাদিক আকরামুল ইসলামের ওপর ভেজাল সার উৎপাদনকারক ও অবৈধ সিন্ডিকেটের মূল হোতা মাজেদ গাজীর নেতৃত্বে সন্ত্রাসী কায়দায় পরিকল্পিত হামলা চালানো হয়। তার ক্যামেরা ও মাইক্রোফোন ভাঙচুর করা হয়। বিষয়টি প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি।’
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অপরাধীদের আইনের আওতায় না আনলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।
