আইনশৃঙ্খলা নিশ্চিত ও দুর্নীতি দমন করাই তার প্রধান অগ্রাধিকার হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে ‘আমার ভাবনা বাংলাদেশ’ শিরোনামে রিল নির্মাণ প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘দেশের বহু সমস্যার সমাধানে এই দুটি বিষয়ই কেন্দ্রীয় ভূমিকা পালন করে।’
‘প্রথমেই আমাদের একটি বিষয় নিশ্চিত করতে হবে—আইনশৃঙ্খলা। অর্থাৎ মানুষ যা বলছে, আপনারা যা বলছেন—সবাই যেন রাস্তায় নিরাপদে থাকতে পারে। আর দুর্নীতি—যেভাবেই হোক, আমাদের এটি মোকাবিলা করতে হবে,’ বলেন তারেক রহমান।
বিএনপি চেয়ারম্যান আরও বলেন, ‘বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের দুর্নীতি রয়েছে এবং আমাদের বিভিন্ন উপায়ে তা মোকাবিলার চেষ্টা করতে হবে। আমরা যদি এই দুটি বিষয় সঠিকভাবে সমাধান করতে পারি, তাহলে দেশের আরও অনেক সমস্যার অনেকটাই সমাধান হয়ে যাবে। এটাই আমার পরিকল্পনা।’
অনুষ্ঠানে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন তার মেয়ে জাইমা রহমান।
প্রস্তাবিত ফ্যামিলি কার্ড নিয়ে তারেক রহমান বলেন, ‘একক মা, নানা সমস্যায় পড়া নববধূ, যে সব নারীর স্বামী তাদের ছেড়ে চলে গেছে—আমার যতদূর জানা, বাংলাদেশ সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বর্তমানে ১৩৮টি প্রকল্প চলছে। কিন্তু সেগুলো সঠিকভাবে কাজ করছে না।’
তিনি বলেন, ‘সম্পদ অপচয় হচ্ছে। একজন মানুষ তিন ধরনের সহায়তা পাচ্ছে, অথচ আরেকজন কিছুই পাচ্ছে না। আমরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে এই ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল করতে চাই। আমরা এটিকে সর্বজনীন করতে চাই।’
বিএনপি চেয়ারম্যান বলেন, ‘একজন কৃষকের স্ত্রী যেমন এটি পাবেন, তেমনি একজন ভ্যানচালক কিংবা একজন অফিসকর্মীর স্ত্রীও এই সেবা পাবেন।’
