মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বসতঘরের পাশে একটি পরিত্যক্ত গ্রেনেড পাওয়া গেছে।
আজ শনিবার সকালে উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য নোয়াগাঁও গ্রামের সুলতান মিয়ার বাড়ির পাশে এ গ্রেনেড পাওয়া যায়।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়, সিএনজিচালিত অটোরিকশাচালক সুলতানের বাড়ির পাশে একটি পুকুরে কয়েকদিন আগে জাল দিয়ে মাছ ধরা হয়। সে সময় গ্রেনেডটি পাওয়া যায়। তবে না বুঝেই গ্রেনেডটি পাশে জমির মধ্যে একটি খাদে ফেলে দেওয়া হয়। আজ স্থানীয় কৃষক মিন্নত আলী ঘাস কাটতে গেলে গ্রেনেডটি দেখে পতনঊষার ইউনিয়ন আনসার কমান্ডার নেছার আহমেদ জুনেদকে জানান। পরে তিনি পুলিশকে খবর দেন।
স্থানীয়দের ধারণা, গ্রেনেডটি মুক্তিযুদ্ধের সময়ের।
ওসি আব্দুল আউয়াল বলেন, খবর পেয়ে পুলিশ লাল পতাকা দিয়ে ঘটনাস্থল ঘিরে রেখেছে। সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল টিমকে বিষয়টি জানানো হয়েছে। তারা এসে গ্রেনেডটি নিষ্ক্রিয় করবে।
