-3 C
New York

অনলাইনে হয়রানি বন্ধে প্রয়োজন ডিজিটাল শিক্ষা: জাইমা রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান বলেছেন, কীভাবে অনলাইনে নিজেকে নিরাপদ রাখা যায়, সে বিষয়ে মানুষকে শিক্ষা দেওয়া উচিত।

তিনি আরও বলেন, অনলাইনে হয়রানি বন্ধে ডিজিটাল শিক্ষা দেওয়া যেতে পারে। 

আজ শনিবার দুপুরে গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে ‘মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এতে বিএনপি আয়োজিত রিল মেকিং প্রতিযোগিতায় বিজয়ী ১০ জনের সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান।

জাইমা রহমান বলেন, ছোটবেলা থেকেই অনলাইনে হয়রানির নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়ানো গেলে এই সমস্যা কমানো সম্ভব।

তিনি আরও বলেন, হ্যাকিং প্রতিরোধ, কীভাবে ঘটনার রিপোর্ট করতে হয়, সে বিষয়ে মানুষকে শেখানো এবং কমিউনিটি ডেস্ক স্থাপনের মতো পদক্ষেপ অনলাইনে হয়রানি মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, কোনো এলাকায় কিছু হলে স্থানীয় মানুষই তা সামাল দিতে পারবে।

জাইমা রহমান আরও বলেন, ২০০২ ও ২০০৩ সালের এসিড সন্ত্রাসবিরোধী বিজ্ঞাপনের মতোই এই বিষয়টিতেও গুরুত্ব দেওয়া যেতে পারে। আমাদের সংগঠিতভাবে কাজটি করতে হবে। এই বিষয় নিয়ে আলোচনা না হলে কোনো সমাধান আসবে না। সে কারণেই সবাইকে এই বিষয়ে গুরুত্ব দিতে হবে।

Related Articles

Latest Articles