কেরানীগঞ্জ ঢালিকান্দি এলাকায় গুলিবিদ্ধ হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা মারা গেছেন।
আজ শনিবার বিকাল সোয়া ৩টার দিকে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা তার মৃত্যু হয়।
হাসানের ছোট ভাই ও হযরতপুর ইউনিয়ন বিএনপির সহপ্রচার সম্পাদক রাকিব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঢালিকান্দি এলাকায় নিজ বাড়ির পাশে দুর্বৃত্তের গুলিতে তিনি আহত হয়েছিলেন।
রাকিব বলেন, ঘটনার দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন শেষে আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) প্রয়োজন ছিল। সে কারণে আমার ভাইকে হলি ফ্যামিলি হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছিল।
তিনি বলেন, এই হত্যাকাণ্ডের পেছনে কী উদ্দেশ্য থাকতে পারে তা এখনো আমাদের কাছে স্পষ্ট নয়। আমাদের এলাকায় বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের প্রভাব নেই। আমার ভাই জমি কেনাবেচার ব্যবসার সঙ্গে জড়িত ছিল, তবে তার কোনো শত্রু ছিল আমরা শুনিনি।
তবে রাকিবের আশঙ্কা, অভ্যন্তরীণ বিরোধ থেকে হাসানের ওপর হামলা হয়ে থাকতে পারে।
বৃহস্পতিবার গণমাধ্যমকর্মীদের তিনি বলেছিলেন, ওই রাতে জগন্নাথপুরে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয় থেকে নির্বাচনী কাজ শেষে একই এলাকায় ওয়াজ মাহফিলে গিয়েছিলেন হাসান মোল্লা। সেখান থেকে নিজ বাড়ির কাছাকাছি পৌঁছামাত্র দুজন দুর্বৃত্ত মোটরসাইকেলে দ্রুতগতিতে এসে তাকে গুলি করে পালিয়ে যায়। হাসানের চিৎকার শুনে আশেপাশের লোকজন তাকে হাসপাতালে নেন।
