-3 C
New York

‘অভ্যুত্থানের পরে একটি শ্রেণি এককভাবে ক্ষমতার রঙিন স্বপ্ন দেখছে’

জুলাই অভ্যুত্থানের পরে এক শ্রেণির ক্ষমতালোভীরা এককভাবে ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন দেখা শুরু করেছে বলে উল্লেখ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

আজ শনিবার বিকেলে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার সোনারং আমতলি মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

সৈয়দ রেজাউল বলেন, ‘আমরা সরল মনে পথ চলছিলাম। সেখানে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের জাল বুনে এমন পরিবেশ তৈরি করা হলো যাতে, হয় গ্যাঁড়াকলে পড়তে হবে, না হয় একা হতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের সাথে আরও যে ইসলামি দলগুলো ছিলো তাদের উল্লেখযোগ্য নেতাদের আসনে তারা প্রার্থী রাখে নাই। কিন্তু ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রতিটি আসনে তারা প্রার্থী দিয়েছেন। মানে তাদেরকে আটকালো আর আমাদেরকে বের করার পথ তৈরি করলো।’

‘ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন একা নয়। ওরা একা হয়ে গেছে,’ যোগ করেন তিনি।

চরমোনাই পীর আরও বলেন, ‘যারা ইসলামের সাইনবোর্ড লাগিয়ে ষড়যন্ত্র করেছিল, শরিয়া আইনে তারা দেশ পরিচালনা করবে না। তারা ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ইসলাম প্রিয় মানুষ ওদেরকে ছেড়ে আমাদের সাথে চলে এসেছে। ওরা একা হয়ে গেছে।’

তিনি বলেন, ‘আমরা দেশকে ভালোবাসি। আর ওরা এই দেশকে ভালোবাসার নামে গোপনে আমেরিকার সাথে বৈঠক করে।’

Related Articles

Latest Articles