-3 C
New York

নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায় নোংরা পানি ও ডিম নিক্ষেপ

ঢাকা-৮ আসনে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী প্রচারণায় নোংরা পানি ও ডিম নিক্ষেপ করা হয়েছে।

আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে মৌচাক মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী দ্য ডেইলি স্টারকে বলেন, আজ সন্ধ্যার পর মৌচাক মার্কেটের কাছে গোল্ডেন প্লাজা গলিতে পথসভায় আমরা গণভোটে হ্যাঁ এর পক্ষে ও চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলছিলাম। সে সময় উপর থেকে আমাদের ময়লা পানি ও ডিম নিক্ষেপ করা হয়। তখন সবাই উত্তেজিত হলে আমি সবাইকে শান্ত থাকার আহ্বান জানাই। আমি বলেছি—১২ তারিখ পর্যন্ত কোনো উসকানির ফাঁদে আমরা পা দেবো না। 

তিনি আরও বলেন, উদ্দেশ্যপ্রণোদিত ও পূর্বপরিকল্পিতভাবে এটা করা হয়েছে।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, এর আগে বিভিন্ন জায়গায় যুবদলের নেতাকর্মীরা আমাদের হেনস্তা করার চেষ্টা করেছিল। এছাড়া তারা মোবাইল ফোনে ভিডিও ধারণ করে অদ্ভুত প্রশ্ন করেন। তারা চায় আমরা রিয়েক্ট করি।  

 

Related Articles

Latest Articles