কর্মস্থল ত্যাগ করার আগে পুলিশ ইউনিট প্রধানদের অবশ্যই মহাপরিদর্শকের (আইজিপি) কাছ থেকে অনুমতি নিতে হবে। নির্দেশনা না মানলে তা শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য করা হবে।
পুলিশ সদর দপ্তরের ব্যক্তিগত ব্যবস্থাপনা-১ শাখার অতিরিক্ত উপ-মহাপরিদর্শক খন্দকার শামীমা ইয়াসমিনের সই করা একটি চিঠিতে এই নির্দেশনা জারি করা হয়েছে।
চিঠিতে বলা হয়, সম্প্রতি কিছু ইউনিট প্রধান পুলিশ সদর দপ্তরের অনুমতি ছাড়া তাদের কর্মস্থল ত্যাগ করেছেন। এই আচরণকে শৃঙ্খলা পরিপন্থী হিসেবে উল্লেখ করা হয়।
চিঠিতে আরও বলা হয়, কোনো ইউনিট প্রধান যদি ছুটি বা অন্য কোনো কারণে কর্মস্থল ত্যাগ করতে চান, তবে তাকে বাধ্যতামূলকভাবে আইজিপির অনুমতি নিতে হবে।
ঢাকাসহ সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, র্যাবের মহাপরিচালক, স্পেশাল ব্রাঞ্চ প্রধান, সব পুলিশ ইউনিট প্রধান, সব রেঞ্জ ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ও জেলার পুলিশ সুপারদের কাছে এই নির্দেশনা পাঠানো হয়েছে।
গত ২০ জানুয়ারি মঙ্গলবার এই নির্দেশনা জারি করে পুলিশ সদর দপ্তর।
