জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘আমরা বাংলাদেশকে আফগান, ইরান, পাকিস্তান বা অন্য কোনো দেশ বানাতে চাই না, বাংলাদেশকে গর্বের বাংলাদেশ হিসেবে বানাতে চাই।’
আজ শুক্রবার রাত ৮টার দিকে রংপুর নগরীর পাবলিক লাইব্রেরি মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
জামায়াতের আমির বলেন, ‘আমরা বাংলাদেশকে ন্যায়-ইনসাফের বাংলাদেশ করতে চাই। সেই মদিনার মডেল যেখানে সকল ধর্ম বর্ণের মানুষের অধিকার নিশ্চিত হয়েছিল, এর বাইরে আমাদের কাছে কোনো মডেল নাই।’
তিনি আরও বলেন, ‘আমরা এটা দেবো, ওটা দেবো—এ ধরনের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইবো না। তবে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, বাংলাদেশ থেকে বেকারত্ব দূর করবো। কোনো পরিবারে বেকারত্বের অভিশাপ থাকবে না।’
শফিকুর রহমান বলেন, ‘দেশ ও সমাজ থেকে দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সব ধরনের অন্যায় দূর করা হবে। সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে।’
রংপুর অঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ‘৫৪ বছরেও রংপুরের তেমন কোনো উন্নয়ন হয়নি—এটা বিস্ময়কর। অথচ উত্তরাঞ্চল দেশের শস্যভাণ্ডার। কিন্তু শস্য উৎপাদনকারী কৃষকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি।’
তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘জামায়াত ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে রংপুর অঞ্চলের সার্বিক উন্নয়ন করা হবে। কৃষক যেন তার উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পায়, সে জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘জামায়াত ক্ষমতায় গেলে প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। তিস্তাকে বাঁচাতে পারলে উত্তরাঞ্চল বেঁচে উঠবে। এ অঞ্চলের নদীগুলো দিনদিন মরে যাচ্ছে—সেগুলো রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
