-3 C
New York

আমরা কারও ক্ষমতার সিঁড়ি হবো না: ইসলামী আন্দোলনের আমির

ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ইসলামী আন্দোলন কারও নীল নকশা বা ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার হবে না।

আজ শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার হরিহরপাড়া এলাকায় এক নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

রেজাউল করিম বলেন, যারা নিজেদের চলার বন্ধুদের সঙ্গে প্রতারণা করে, তাদের নীল নকশা বা ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে আমরা ব্যবহার হতে পারি না।

তিনি বলেন, আমরা ইসলামের পক্ষে একটা বাক্স রাখার চেষ্টা করেছিলাম। কারণ অনেক আদর্শের রাষ্ট্র পরিচালনা আমরা দেখেছি, পরিবর্তন আনতে পারে নাই। যে দেশে ৯২ ভাগ মুসলমান বসবাস করে, সে দেশের বাস্তবতা হলো—ইসলামী নীতি ও আদর্শের মাধ্যমে দেশ পরিচালনাই শান্তি। এই উদ্দেশ্য নিয়ে যখন চলছিলাম, তখন সাড়াও এসেছিল।

‘কিন্তু এক শ্রেণির স্বার্থান্বেষী মহল এ সুযোগটাকে ব্ল্যাকমেল করে আমাদের প্রতারিত করেছে। তারা ইসলামের বাক্সের পরিবর্তে একক ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন দেখা শুরু করল। এই রঙিন স্বপ্ন দেখতে গিয়ে আমাদের উদ্দেশ্যকে ম্লান করে দিলো।’ 

ইসলামী আন্দোলনের আমির বলেন, ইসলামের সাইনবোর্ড থাকলেও তারা বাস্তবে শরিয়াহ অনুযায়ী দেশ পরিচালনা করবে না, আমাদের ধোঁকা দিয়েছে। তারা পাশের রাষ্ট্র ভারতের সঙ্গে একবার নয় বহুবার মিটিংয় করে দেশের মানুষের কলিজায় তীরের আঘাত দিয়েছে।

তিনি আরও বলেন, দেশ ও ইসলামের প্রতি সম্মান রেখে আমরা একটা বাক্স রেখেছি হাতপাখা। আর কোনো বাক্স ইসলামের পক্ষে নেই।

আজ যাত্রাবাড়ীতে আরেকটি নির্বাচনী জনসভায় বক্তব্য দেন চরমোনাই পীর বলেন, ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়ের পক্ষে ও অন্যায়ের বিরুদ্ধে। অন্যায়ের সঙ্গে আপস করে আমরা ক্ষমতার সহজ রাস্তা বেছে নেয়নি। 

Related Articles

Latest Articles