চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকা থেকে খণ্ডিত হাত-পা উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যদের সঙ্গে নিয়ে থানা পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর অক্সিজেন মোড় শহীদ লাইন এলাকায় একটি নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে প্রথমে দুটি বিচ্ছিন্ন হাত উদ্ধার করে। পরবর্তীতে থানার আওতাভুক্ত আরেকটি স্থান থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় বিচ্ছিন্ন দুই পা উদ্ধার করা হয়।
কবীর বলেন, ‘তদন্তের স্বার্থে এই মুহূর্তে সুনির্দিষ্ট স্থান সম্পর্কে জানানো যাচ্ছে না। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’
পুলিশের ধারণা, বিচ্ছিন্ন হাত-পা একই ব্যক্তির। আকৃতি দেখে ধারণা করা হচ্ছে তিনি যুব বয়সী এবং নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে। কারণ ওই যুবকের হাত ও পায়ের রগ কাটা ছিল।
‘এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই আমাদের সন্দেহ। আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। নিহত যুবকের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করা হবে,’ বলেন এই পুলিশ কর্মকর্তা।
তবে সূত্র জানিয়েছে, হাতের আঙুলের ছাপ বিশ্লেষণ করে প্রাথমিক কিছু তথ্য পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ওই যুবক চট্টগ্রামের রাউজান উপজেলার হতে পারেন। তবে এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। পুলিশ যাচাই-বাছাই করছে।
হত্যার পর দেহের বাকি অংশ অন্য কোথাও ফেলে দেওয়া হয়েছে কি না সে ব্যাপারেও পুলিশ জানার চেষ্টা করছে, সূত্র জানিয়েছে।
