ফাইনাল শুরুর আগে ভাগ্যকে পাশে পেলেন শেখ মেহেদী হাসান। টস জিতে চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক বেছে নিলেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। অর্থাৎ নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স আগে নামতে হবে ব্যাটিংয়ে।
শুক্রবার শিরোপা নির্ধারণী লড়াইয়ের মধ্য দিয়ে পর্দা নামতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মুখোমুখি চট্টগ্রাম ও রাজশাহী। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
এবারের টুর্নামেন্টের লিগ পর্বের পয়েন্ট তালিকায় প্রথম দুটি স্থানে ছিল এই দুই ফ্র্যাঞ্চাইজিই। ১০ ম্যাচে আট জয়ে ১৬ পয়েন্ট নিয়ে রাজশাহী ছিল সবার উপরে। সমান ম্যাচে ছয় জয়ে ১২ পয়েন্ট পেয়ে নেট রান রেটের পার্থক্যে চট্টগ্রাম ছিল দুইয়ে।
এবারের বিপিএলে দুই দলের মধ্যকার এটি চতুর্থ লড়াই। আগের তিন সাক্ষাতে চট্টগ্রাম এগিয়ে আছে ২-১ ব্যবধানে। প্রথম পর্বে প্রথম দেখায় তারা জিতেছিল ২ উইকেটে। দ্বিতীয় দেখায় রাজশাহী পেয়েছিল ৩ উইকেটের জয়। এরপর প্লে-অফ পর্বের প্রথম কোয়ালিফায়ারে ফের জয় তুলে নিয়েছিল চট্টগ্রাম, ৬ উইকেটের ব্যবধানে।
বিস্তারিত আসছে…
