-6.2 C
New York

ময়মনসিংহে পুলিশের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার ২

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় পুলিশ সদস্যকে কুপিয়ে আহত করার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তারা হলেন—ওই উপজেলার নলুয়া এলাকার মো. রুহুল আমিন (৫০) ও তার ছেলে লিওন মিয়া (২৮)।

আজ শুক্রবার বিকেলে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবদুল্লাহ আল মামুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ভোর রাত সাড়ে ৩টায় উপজেলার পৌর শহরের পাগলপাড়া ব্রিজ এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে।

মামুন বলেন, হালুয়াঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নওয়াব আলীর নেতৃত্বে দুইজন কনস্টেবল হালুয়াঘাট পৌর এলাকায় চেকপোস্টে তল্লাশি চালান। সে সময় নম্বর প্লেট না থাকায় লিওনের মোটরসাইকেলকে সিগন্যাল দেয় পুলিশ। এতে ক্ষিপ্ত হয়ে পুলিশ সদস্যদের হুমকি দিয়ে চলে যান লিওন।

পরে পুলিশ সদস্যরা পাগলপাড়া এলাকায় দায়িত্ব পালনকালে বাবার প্ররোচনায় লিওন কনস্টেবল মো. ইজাউল হক ভূঁইয়াকে কুপিয়ে জখম করেন। আহত কনস্টেবলকে উদ্ধার করে প্রথমে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, বলেন তিনি।

Related Articles

Latest Articles