-4.6 C
New York

নির্বাচনী দায়িত্ব পালনে মৃত ২ শিক্ষকের নামে চিঠি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ) আসনে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মৃত দুই শিক্ষককে। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে এলাকায় সমালোচনা চলছে।

গতকাল বৃহস্পতিবার নির্বাচনী দায়িত্ব পালনের লক্ষ্যে প্রশিক্ষণে অংশ নিতে ওই দুই শিক্ষকের নামে চিঠি ইস্যু করে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়।

ওই দুই শিক্ষক হলেন মো. আব্দুল করিম ও আতাউর রহমান আকা। আব্দুল করিম ২০২৪ সালের ২ আগস্ট অসুস্থতাজনিত কারণে মারা যান। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দেওয়ানগঞ্জ উপজেলার চর মাগুরীহাট দাখিল মাদ্রাসায় সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

অপরদিকে, আতাউর রহমান আকা চার মাস আগে মারা গেছেন। তিনি মৃত্যুর আগে উপজেলার পোল্যাকান্দি উচ্চবিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে কর্মরত ছিলেন।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলামের সই করা চিঠিতে জানানো হয়, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের জন্য ২৪ ও ২৫ জানুয়ারি দেওয়ানগঞ্জ সরকারি আব্দুল খালেক মেমোরিয়াল ডিগ্রি কলেজে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ওই প্রশিক্ষণে অংশ নিতে নির্বাচিত কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়।

চিঠির সঙ্গে সংযুক্ত সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের নামের তালিকায় মৃত শিক্ষক মো. আব্দুল করিম ও আতাউর রহমান আকার নামও অন্তর্ভুক্ত ছিল।

এ বিষয়ে চর মাগুরীহাট দাখিল মাদ্রাসার সুপার মো. শফিউল আলম বলেন, ‘আব্দুল করিম প্রায় দেড় বছর আগে মারা গেছেন। এবারের নির্বাচনের জন্য মাদ্রাসা থেকে পাঠানো তালিকায় তার নাম ছিল না। কীভাবে তার নাম অন্তর্ভুক্ত হলো, বুঝতে পারছি না।’

পোল্যাকান্দি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, ‘আতাউর রহমান আকা চার মাস আগে মারা গেছেন। সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের তালিকায় তার নাম কীভাবে এল, সেটি আমার জানা নেই।’

তবে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ভুলবশত ও কারিগরি ত্রুটির কারণে মৃত দুই শিক্ষকের নাম তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। চূড়ান্ত তালিকায় তাদের নাম বাদ দেওয়া হয়েছে।’

জামালপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী বলেন, ‘তালিকায় কোনো ত্রুটি থাকলে তা সংশোধন করা হবে। মৃত শিক্ষকদের নাম কীভাবে তালিকায় এল, বিষয়টি খতিয়ে দেখা হবে।’

Related Articles

Latest Articles