-4.6 C
New York

পাকিস্তানকে ৯-১ ব্যবধানে উড়িয়ে দিলো বাংলাদেশ

আর মাত্র একটি জয়, তাতেই ইতিহাস গড়বে বাংলাদেশ। ব্যাংককে চলমান প্রথম সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে ৯-১ গোলে বিধ্বস্ত করে শিরোপার একদম দোরগোড়ায় পৌঁছে গেছে লাল-সবুজের মেয়েরা।

শুক্রবার থাইল্যান্ডের ব্যাংককে পেনাল্টিমেট রাউন্ডের ম্যাচে একচেটিয়া আধিপত্য দেখায় বাংলাদেশ। অধিনায়ক সাবিনা খাতুন আবারও সামনে থেকে নেতৃত্ব দিয়ে একাই করেন চার গোল। এই জয়ে পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে সাত দলের টেবিলের শীর্ষে উঠে গেছে বাংলাদেশ।

এখন রোববার শেষ ম্যাচে জয়ের মুখ না দেখা মালদ্বীপকে হারালেই প্রথমবারের মতো সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের ট্রফি উঠবে বাংলাদেশের হাতে। এর আগে টানা দুইবার সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ জিতেছিল সাবিনা-নিলুফারা; নতুন ফরম্যাটেও আরেকটি শিরোপা যোগ করার দারুণ সুযোগ তাদের সামনে।

বর্তমানে চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভারত। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ভুটান।

ম্যাচের শুরুতে প্রথম ছয় মিনিট কিছুটা প্রতিরোধ গড়ে তোলে পাকিস্তান, বাংলাদেশের কয়েকটি আক্রমণ ঠেকিয়ে দেয় তারা। তবে সপ্তম মিনিটে মাতসুশিমা সুমাইয়ার স্কয়ার পাস কাজে লাগিয়ে গোল করেন সাবিনা। এরপর যেন গোলের বন্যা। কোচ সাঈদ খোদারাহমির ছন্দে সাজানো আক্রমণে একের পর এক গোল আসতে থাকে।

নিলুফা ইয়াসিন নবম মিনিটে ব্যবধান বাড়ান ২-০ তে। প্রথমার্ধে সাবিনা আরও একটি গোল করেন। নুসরাত জাহান জোড়া গোল করেন, কৃষ্ণা রানী যোগ করেন একটি। বিরতিতে ৬-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধেও দাপট ধরে রাখে লাল-সবুজ। কৃষ্ণা রানী নিজের দ্বিতীয় গোলটি করেন। পাকিস্তান একবার সান্ত্বনার গোল পেলেও ম্যাচের শেষভাগে সাবিনা আরও দুই গোল করে বাংলাদেশের বিশাল ৯-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন।

Related Articles

Latest Articles