দাম কমানোর ঘোষণা দেওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ শুক্রবার দুপুর থেকে প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৫ হাজার ৬১৬ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
এর আগে গত রাতে বাজুস ঘোষণা দিয়েছিল, শুক্রবার থেকে ২২ ক্যারেট স্বর্ণের দাম কমিয়ে প্রতি ভরি ২ লাখ ৪৯ হাজার টাকা করা হবে, যা আগের রেকর্ড ২ লাখ ৫২ হাজার টাকা থেকে কম।
তবে আজ দুপুরে সিদ্ধান্ত বদলে নতুন করে দাম বাড়িয়েছে বাজুস।
ব্যবসায়ীরা জানান, সাম্প্রতিক সময়ে দেশের খুচরা স্বর্ণবাজার বেশ অস্থির অবস্থার মধ্যে আছে। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ওঠানামা, খাঁটি স্বর্ণের ক্রমবর্ধমান দাম এবং সামগ্রিক অর্থনৈতিক অনিশ্চয়তা এই অস্থিরতার প্রধান কারণ।
২০১৮ সালের জানুয়ারিতে প্রথমবারের মতো দেশে স্বর্ণের দাম প্রতি ভরি ৫০ হাজার টাকা ছাড়ায়। পাঁচ বছর পর, ২০২৩ সালের জুলাইয়ে তা ১ লাখ টাকা অতিক্রম করে।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে দাম বেড়ে দাঁড়ায় ১ লাখ ৫০ হাজার টাকায় এবং একই বছরের মধ্যেই তা ২ লাখ টাকা পেরিয়ে যায়।
