-3 C
New York

মুসাব্বীর হত্যা মামলায় অভিযুক্ত আরেক শুটার গ্রেপ্তার

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আজিজুর রহমান মুসাব্বীর হত্যা মামলায় অভিযুক্ত আরেক শুটার রহিমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

আজ শুক্রবার সকালে নাম প্রকাশে অনিচ্ছুক এক ডিবি কর্মকর্তা জানান, আজ ভোরে ডিবির একটি দল নরসিংদীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

জানতে চাইলে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, অভিযান এখনো চলমান আছে।

‘অভিযান দল এখনো ফিরে আসেনি। তবে শুনেছি দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। পরে আমরা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানাব,’ বলেন শফিকুল ইসলাম।

মুসাব্বীর ঢাকা উত্তর সিটি স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক। গত ৭ জানুয়ারি রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউ সংলগ্ন একটি গলিতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

পরদিন তার স্ত্রী তেজগাঁও থানায় অজ্ঞাত চার থেকে পাঁচজনকে অভিযুক্ত করে হত্যা মামলা করেন।

এই মামলায় গত ১১ জানুয়ারি চার জনকে গ্রেপ্তার করেছিল ডিবি। তারা হলেন—জিন্নাত (২৪), আব্দুল কাদের (২৮), মো. রিয়াজ (৩১) ও মো. বিলাল।

ওইদিন সংবাদ সম্মেলনে শফিকুল ইসলাম জানান, জিন্নাত একজন শুটার, আর বিলাল ছিলেন হত্যার মূল পরিকল্পনাকারী। বিলালের ভাই রহিম পলাকত আছেন।

সর্বশেষ আজ রহিমকে গ্রেপ্তার করেছে ডিবি। এ নিয়ে এ হত্যা মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হলো।

Related Articles

Latest Articles