গাজীপুরের টঙ্গীর একটি বস্তিতে সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও জেলা প্রশাসনের সমন্বিত টাস্কফোর্সের যৌথ অভিযানে হাতবোমা ও মাদকসহ ৩৫ জনকে আটক করা হয়েছে।
আজ শুক্রবার ভোরে গাজীপুর মহানগরীর টঙ্গী বাজার এলাকায় হাজীর মাজার বস্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
গাজীপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সিদ্দিক গণমাধ্যমকে জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে। এসময় ৩৫ জনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তিনটি হাতবোমা, ৩৪৭ পিস ইয়াবা ট্যাবলেট ও প্রায় ১ কেজি পরিমাণ হেরোইন উদ্ধার করা হয়।
টঙ্গী পশ্চিম থানার ডিউটি অফিসার ইনস্পেকটর ফাতেমা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আটককৃতদের এখনো থানায় রাখা হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে।’
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
