-4.6 C
New York

আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললে গুম-খুন করা হত: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা এই দেশ থেকে পালিয়ে গেছে, তারা ভোটের অধিকার ও কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল। তাদের বিরুদ্ধে কথা বললে গুম-খুনসহ মামলা করত।

গতকাল বৃহস্পতিবার রাতে নরসিংদীতে নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি।

তারেক রহমান আরও বলেন, আমি টানা ১৭ বছর পর বিদেশ থেকে দেশে ফিরে একটা কথা বলেছিলাম, ‘আই হ্যাভ এ প্ল্যান’। সেই প্ল্যানের একটি অংশ হচ্ছে, এ দেশের বেকার যুবক। শিক্ষিত হোক, অল্প শিক্ষিত, অর্ধশিক্ষিত—সব মানুষের জন্য আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। যেন এই মানুষগুলো নিজের পায়ে দাঁড়াতে পারে।

‘এই জেলার বিভিন্ন উন্নয়ন অতীতে বিএনপিই করেছে। আপনাদের সামনে দাঁড়িয়ে থাকা ৩ জন করেছেন। আগের বিএনপি নেতারাও উন্নয়ন করেছেন। পলাতক আওয়ামী লীগ সরকার ১৬ বছরে কিছুই করেনি। আমরা ক্ষমতায় গেলে এই জেলার রাস্তাঘাটের উন্নয়ন করব, পুনরায় খাল খনন প্রকল্প শুরু করব, কৃষির উন্নয়ন করব, সাধারণ মানুষের কর্মের উন্নয়ন করব,’ বলেন তিনি।

স্থানীয়দের দাবির প্রেক্ষিতে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজ স্থাপন করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ‘যুব সমাজের যারা সদস্য, তরুণ সমাজের যারা সদস্য—আমরা তাদের অর্থনৈতিকভাবেও সক্ষম গড়ে তুলতে চাই। আপনারা লন্ডনে যান, অথবা এখান থেকে মধ্যপ্রাচ্যে বা পৃথিবীর অন্য কোনো দেশে যান, আমরা আপনাদের ট্রেনিং দিয়ে পাঠাব, আপনাদের সেই দেশের ভাষা শিক্ষা দিয়ে পাঠাব, যেন ওই দেশে গিয়ে আপনারা দ্রুত কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন।’

তারেক রহমান বলেন, ‘৪ কোটি পরিবারকে আমরা ফ্যামিলি কার্ড দিতে চাই, এই কার্ডের মাধ্যমে আমরা হয় খাদ্য সহায়তা বা নগদ সহায়তা দেব। যেন তারা সংসার সুন্দরভাবে চালিয়া নিতে পারেন। কৃষকদের জন্য কৃষি কার্ডের পাশাপাশি দেশের প্রত্যেক পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে। আমরা কৃষকদের সঙ্গে সঙ্গে আমাদের মা-বোনদের পাশে দাঁড়াতে চাই। ‘

‘একটি দল স্বাধীনতা চলাকালে লাখ লাখ মা-বোনদের হত্যা-ধর্ষণে সহায়তায় করেছে, ভাইদের হত্যায় সহযোগিতা করেছে।  তারা এ দেশ চায়নি। তাদের সহযোগিতার কারণে লাখ লাখ হত্যা ও নির্যাতনের সংখ্যা বেড়েছে। তারা সহায়তা না করলে এত খুন হত না,’ বলেন তারেক রহমান।

তিনি আরও বলেন, ‘এখন আবার জান্নাতের টিকিটের বিনিময়ে তাদের মহিলা কর্মীরা ভোট চায়ছে, বিকাশ, নগদ নাম্বার সংগ্রহ করে মানুষকে বিভ্রান্ত করছে। এত টাকা তারা কোথায় পাবেন? তারা মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে মুনাফেকি ও শিরক করছে। তাদের ৫৪ বছর আগেই দেখে ফেলেছে, আবার নতুন করে দেখার বাকি কী আছে? তারা যেন, জান্নাতের টিকিটের কথা বলে বিভ্রান্ত করতে না পারে, সে জন্য পাড়া মহল্লায় সকলকে দায়িত্ব পালন করতে হবে।’

‘আগামী ১২ ফেব্রুয়ারিতে তাহাজ্জুদ নামাজ পড়বেন নিজ এলাকায়, ফজর নামাজ পড়বেন ভোট কেন্দ্রের কাছের মসজিদে গিয়ে, যেন ওই দলটি ভোট কারচুপি করার সুযোগ না পায়। সিলেট থেকে নরসিংদীতে রাস্তায় আসার পথে সাধারণ মানুষের প্রচুর ভিড় হয়েছে, শুধু আমাদের সঙ্গে দেখা করার জন্য, কথা বলার জন্য রাস্তায় দাঁড়িয়েছিল। মানুষ আমাদের ভোট দিবে। আপনারা সঠিক দায়িত্ব পালন করুন, বিজয় ধানের শীষের হবে,’ বলেন তারেক রহমান।

গতকাল সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন তারেক রহমান। পরে সিলেট-ঢাকা মহাসড়ক পথে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদীতে সমাবেশ করেন।

Related Articles

Latest Articles