ক্রিকেটের সঙ্গে রাজনীতিকে কখনোই মেশানো উচিত নয়, এ কথা আবারও স্পষ্ট করে বলেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। আগামী মাসের জাতীয় নির্বাচনের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে ক্রিকেটীয় সম্পর্কের উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সাবেক এই অধিনায়ক।
বৃহস্পতিবার জাতীয় দলের খেলোয়াড় ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে বৈঠকের পর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ভারতের নিরাপত্তা পরিস্থিতির কোনো পরিবর্তন না হওয়ায় সেখানে গিয়ে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার ‘কোনো সুযোগ নেই’ বাংলাদেশের। এই প্রেক্ষাপটেই নিজের প্রতিক্রিয়া জানান আশরাফুল।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয় এনে দেওয়া এই ক্রিকেটার দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এটাতে বিসিবি কি করবে, সরকারের থেকে আসছে সিদ্ধান্ত। আমার মনে হয় ২২ দিন পর নতুন সরকার আসবে। তখন হয়ত দুই দেশের কর্তৃপক্ষ আলোচনা করে ঠিক করে নিবে। আমার মনে হয় তখন একটা সমাধান হলে দীর্ঘমেয়াদি প্রভাব পড়বে না। আর নতুন সরকার আসলে তো মনে করেন এই সরকারের সিদ্ধান্তের দায়ভার নেবে না।’
তিনি আরও যোগ করে আরও বলেন, ‘মোস্তাফিজকে বাদ দেওয়ার পর শুরু হলো ওইদিক থেকে। রাজনৈতিক বিষয় খেলায় আসুক আমরা তো চাই না। বিশ্বকাপ খেলতে না পারা দুঃখজনক। তবে আমি আশাবাদী নতুন সরকার আসলে দুই দেশ (ভারত-বাংলাদেশ) আলোচনা করে ঠিক করে নেবে সব কিছু।’
এদিকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এবং ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করতে বোর্ড ‘লড়াই চালিয়ে যাবে’। তিনি পুনর্ব্যক্ত করেন, শ্রীলঙ্কায় ম্যাচ হলে খেলতে প্রস্তুত আছে বাংলাদেশ দল।
