চোটের ধাক্কায় আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে আর খেলা হচ্ছে না নিউজিল্যান্ডের পেসার অ্যাডাম মিলনের। বাঁ পায়ের হ্যামস্ট্রিং ছিঁড়ে যাওয়ায় তাকে টুর্নামেন্টের স্কোয়াড থেকে ছিটকে যেতে হয়েছে। তার জায়গায় বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করা হয়েছে আরেক ফাস্ট বোলার কাইল জেমিসনকে।
নিউজিল্যান্ড ক্রিকেট শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, সপ্তাহান্তে এসএটোয়েন্টি প্রতিযোগিতায় বোলিং করার সময় মিলনে চোট পান। পরবর্তীতে স্ক্যান করালে বাঁ হ্যামস্ট্রিংয়ের চোটের মাত্রা স্পষ্ট হয়, যার ফলে তাকে বিশ্বকাপ থেকে বাইরে রাখা ছাড়া আর কোনো উপায় ছিল না।
এর আগে ভারত সফরে থাকা নিউ জিল্যান্ডের সাদা বলের স্কোয়াডে থাকা জেমিসনকে মূল বিশ্বকাপ দলে উন্নীত করা হয়েছে। ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের জন্য শুরুতে তাকে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে রাখা হয়েছিল।
মিলনের চোটে হতাশা লুকাননি নিউ জিল্যান্ড কোচ রব ওয়াল্টার। তিনি বলেন, ‘অ্যাডামের জন্য আমরা সবাই ভীষণ মর্মাহত। এই টুর্নামেন্টের জন্য নিজেকে প্রস্তুত করতে সে ভীষণ পরিশ্রম করেছে এবং ইস্টার্ন কেপ সানরাইজার্সের হয়ে আট ম্যাচে তাকে আবার সেরা ছন্দে দেখা যাচ্ছিল।’
তিনি আরও যোগ করেন, ‘সময়টা অ্যাডামের জন্য খুবই দুর্ভাগ্যজনক। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি।’
