দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘পরস্পরকে আঘাত না করে নিজের কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাওয়া প্রয়োজন।’
উত্তরবঙ্গের আট জেলায় নির্বাচনী প্রচার শুরুর প্রাক্কালে আজ শুক্রবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন শফিকুর রহমান।
জামায়াত আমির বলেন, ‘জনগণ যাদের মূল্যবান ভোট দিয়ে সমর্থন জানিয়ে ভালোবাসায় কবুল করে নেবে, গ্রহণ করে নেবে—আমাদের তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা উচিত।’
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রতীক পাওয়ার পরদিন গতকাল বৃহস্পতিবার থেকে ভোটযুদ্ধের শেষ পর্বে মাঠে নেমেছেন প্রার্থী ও তাদের সমর্থকরা।
জামায়াত আমির আরও বলেন, ‘ভিন্ন কোনো কায়দায় নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার যেকোনো অসৎ উদ্দেশ্য থেকে সবারই বিরত থাকা উচিত। রাষ্ট্রের কোনো পর্যায়ের কারো এতে সম্পৃক্ত হওয়া উচিত নয়।’
ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে গতকাল থেকে নির্বাচনী প্রচারণায় নেমেছেন রাজনৈতিক দলের নেতারা। শুরুর দিনে বিএনপি যেমন নানা অভিযোগ তুলেছে, জামায়াত ও এনসিপিও পাল্টা অভিযোগ করেছে। পাশাপাশি নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থী ও সমর্থকরা।
এদিন জামায়াত মিরপুর ঢাকা-১৫ আসনের প্রার্থী শফিকুর রহমানের জনসভার মাধ্যমে তাদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করে।
এই প্রচারণার অংশ হিসেবেই আজ উত্তরবঙ্গের পঞ্চগড় গেলেন জামায়াত আমির। সেখানে ১১টায় সমাবেশ শেষে দিনাজপুর, ঠাকুরগাঁও ও রংপুরে সমাবেশ করবেন তিনি।
শনিবার যাবেন গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনায়।
