অনুশীলন শেষ করে হোটেল ইন্টারকন্টিনেন্টালে যাওয়ার আগে শেখ মেহেদীকে জিজ্ঞেস করা হয়েছিলো, ক্রীড়া উপদেষ্টার সঙ্গে কি নিয়ে আলোচনা হতে পারে? উত্তরে এই অলরাউন্ডার বলেন, ‘বিশ্বকাপ দলের সবাইকে ব্যক্তিগতভাবে টেক্সট করা হয়েছে। ওইখানে গেলেই আসলে বোঝা যাবে রহস্যটা কী।’ পরে দেখা গেল বিশ্বকাপ স্কোয়াডের বাইরে বাকি দুই সংস্করণের দুই অধিনায়কও আছেন এই সভায়।
বুধবার আইসিসির বোর্ড সভায় বাংলাদেশের ভেন্যু বদলের আবেদন খারিজ হয়ে যায়। বিশ্বকাপ খেলতে তাই ভারতেই যেতে হবে বাংলাদেশ দলকে। ভারতে না গেলে আইসিসিকে সিদ্ধান্ত জানিয়ে দিতে হবে আজকের মধ্যে। সেক্ষেত্রে বিকল্প দল নেওয়ার সিদ্ধান্তও হয়ে আছে।
এমন বাস্তবতায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেছেন। সেখানে বিশ্বকাপ স্কোয়াডের ১৫ সদস্য ছাড়াও উপস্থিত হয়েছেন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টি-টোয়েন্টি বিশ্বকাপের অধিনায়ক লিটন দাস তো আছেনই।
এর আগে বহুবার ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার অনড় সিদ্ধান্ত জানিয়েছে বিসিবি, ক্রীড়া উপদেষ্টাও একই কথা বারবার বলেছেন। তবে আইসিসি সভায় ভেন্যু বদলের আবেদন নাকচ হওয়ার পর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আইসিসির কাছে একদিন সময় চেয়ে নিয়েছেন।
