-3 C
New York

১০ দলীয় ঐক্যকে বিজয়ী করার আহ্বান নাহিদ ইসলামের

দেশবাসীকে আসন্ন নির্বাচনে ১০ দলীয় ঐক্যকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিন নেতার মাজার ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে দলের নির্বাচনি প্রচারণা শুরু করে তিনি এ আহ্বান জানান।

নাহিদ ইসলাম বলেন, আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে নির্বাচন বিজয়ী হয়ে সরকার গঠন করা। এই নির্বাচন হচ্ছে আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম এবং স্বাধীনতার জন্য লড়াই। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আমরা জিততে চাই এবং সরকার গঠন করতে চাই। এটাই এ মুহূর্তে আমাদের এজেন্ডা।

নাহিদ ইসলাম দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা ১০-দলীয় ঐক্যকে বিজয়ী করুন। ১০-দলীয় ঐক্যের মার্কাকে বিজয়ী করুন। এনসিপির সারা দেশে যে ৩০ জন প্রার্থী রয়েছেন, তাদের শাপলা কলি মার্কায় বিজয়ী করে সংসদে পাঠান।

এ সময় তিনি নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ করছে বলে অভিযোগ করে বলেন, আমরা দেখছি, ইসি একটি বিশেষ দলকে বিশেষ ধরনের সুবিধা দিচ্ছে।

তবে সব চ্যালেঞ্জ সত্ত্বেও এনসিপির এই নেতা নির্বাচন ও গণভোটে অংশ নেওয়ার প্রতিজ্ঞার কথা ব্যক্ত করেন।

এ সময় এনসিপির ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আজ পদযাত্রা ও মিছিলের মাধ্যমে এনসিপির নির্বাচনি কার্যক্রম শুরু হলো।

Related Articles

Latest Articles