-4.6 C
New York

আবারো ঢাকা ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এই সংঘর্ষ শুরু হলে আশপাশের সড়কে আতঙ্ক সৃষ্টি হয় এবং সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সংঘর্ষের সঠিক কারণ জানা না গেলেও শিক্ষার্থীদের একে অপরকে ধাওয়া ও পাল্টা ধাওয়া করতে দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ দুই রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এ সময় কিছু শিক্ষার্থী পুলিশের দিকে ইট-পাটকেল ছুড়তেও দেখা যায়।

রমনা থানার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শওকত আলী জানান, প্রায় ২০০ জন ঢাকা কলেজের শিক্ষার্থী আইডিয়াল কলেজের দিকে এগিয়ে গেলে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষ চলাকালে মিরপুর থেকে নিউ মার্কেট পর্যন্ত যান চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল।

এতে আগে, গত বছর ৯ নভেম্বর ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা নিউ মার্কেট থানার মধ্যস্থতায় ‘শান্তি চুক্তি’ করে ভবিষ্যতে সংঘর্ষ এড়িয়ে চলার অঙ্গীকার করেছিল। তবে এক মাসের মধ্যেই, ৯ ডিসেম্বর, আবারো ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

নিউজটি লেখা পর্যন্ত সায়েন্সল্যাব এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

Related Articles

Latest Articles