পাকিস্তানের করাচিতে শপিংমলে লাগা আগুনে মৃত বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার করাচি প্রশাসনের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
করাচি দক্ষিণ জেলার উপ-কমিশনার জাভেদ নবি খোসো বলেন, ‘শনিবার রাতে আগুন লাগার পর মোট ৫৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
গুল প্লাজা নামে ওই শপিংমলের আগুনে যারা এখনো নিখোঁজ, তাদের স্বজনরা উদ্ধারকাজের ধীরগতির সমালোচনা করছেন।
প্রাদেশিক স্বাস্থ্য কর্মকর্তা সুমাইয়া সাইদ বুধবার সাংবাদিকদের জানান, ৫০টির বেশি পরিবার ডিএনএর নমুনা জমা দিয়েছে।
করাচি সিভিল হাসপাতালের মর্গের বাইরে তিনি বলেন, ডিএনএ নমুনা মিলিয়ে নেওয়ার পর আমরা মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করব।
দুর্বল অবকাঠামোর কারণে করাচির মার্কেট ও কারখানায় প্রায়শই আগুন লাগার ঘটনা ঘটে। তবে এত বড় ধরনের আগুনের ঘটনা বিরল।
আগুন লাগার সময় ফারাজ আলী নামের এক ব্যক্তির বাবা ও ভাই এই শপিংমলের ভেতরে ছিলেন। তিনি বলেন, আমি চাই মরদেহগুলো উদ্ধার করে যথাযথভাবে পরিবারের কাছে হস্তান্তর করা হোক।
২৮ বছর বয়সী ফারাজ আলী গতকাল বুধবার বলেন, ‘এটাই আমাদের জন্য কিছুটা স্বস্তি। অন্তত একবার শেষবার তাদের দেখতে পারি, আমরা যেন তাদের শেষবার বিদায় বলতে পারি।
সরকারি একটি কমিটি আগুনের ঘটনায় তদন্ত শুরু করেছে, তবে এই ভয়াবহ আগুনের কারণ এখনও স্পষ্ট নয়।
