-4.6 C
New York

জঙ্গল সালিমপুরে র‍্যাব কর্মকর্তাকে পিটিয়ে হত্যা, ২২৯ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সালিমপুর এলাকায় অভিযানের সময় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) এক কর্মকর্তাকে পিটিয়ে হত্যার ঘটনায় ২২৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

র‍্যাব-৭-এর এক উপসহকারী পরিচালক এই মামলা করেন। মামলায় ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করা হয়েছে। 

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মামলার এজাহারে জঙ্গল সালিমপুরের ছিন্নমূল সংগ্রাম পরিষদের সভাপতি ও আলীনগর সমবায় সমিতির নেতা ইয়াসিন, নুরুল হক ভান্ডারী ও জামাই ইয়াসিনের নাম উল্লেখ করা হয়েছে।’

গত সোমবার বিকেলের ওই হামলায় র‍্যাব-৭ এর উপসহকারী পরিচালক মো. আব্দুল মোতালেব ভূইঁয়াকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। এসময় আরও তিন র‍্যাব সদস্য আহত হন। পুলিশ ও র‍্যাব কর্মকর্তারা জানান, প্রায় দুই ঘণ্টা ধরে তাদের মারধর করা হয়, এতে তারা গুরুতর আহত হন। ঘটনার পর এখন পর্যন্ত পুলিশ বা র‍্যাব কাউকেই গ্রেপ্তার করতে পারেনি।

নিহত মোতালেব আগে বিজিবি-২ টেকনাফ ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। তিনি ২০২৪ সালের এপ্রিল মাসে প্রেষণে র‍্যাবে যোগ দেন।

চট্টগ্রাম র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন জানান, সশস্ত্র অপরাধীদের গ্রেপ্তারের জন্য সোমবার বিকেলে র‍্যাবের ৪৩ সদস্য জঙ্গল সালিমপুর এলাকায় অভিযানে যান। সেসময় ওই এলাকার মাইকে ঘোষণা দিয়ে প্রায় ৪০০-৫০০ দুর্বৃত্ত র‍্যাব সদস্যদের ওপর হামলা চালায়।

হামলায় মোতালেবসহ চার র‍্যাব সদস্য গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোতালেবকে মৃত ঘোষণা করেন।

 

Related Articles

Latest Articles