-4.6 C
New York

রাহবারের নৈপুণ্যে শ্রীলঙ্কাকে উড়িয়ে পয়েন্ট তালিকার দুইয়ে বাংলাদেশ

অধিনায়ক রাহবার খানের জোড়া গোলে ভর করে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-১ ব্যবধানে বিধ্বস্ত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

চার ম্যাচে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়। এতে সাত দলের পয়েন্ট তালিকায় ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছে সাঈদ খোদারাহমির শিষ্যরা। গোল ব্যবধানে পিছিয়ে থাকায় সমান ম্যাচে সমান পয়েন্ট পাওয়া পাকিস্তান তৃতীয় স্থানে নেমে গেছে।

দিনের আরেক ম্যাচে পাকিস্তান ও নেপালের রোমাঞ্চকর লড়াই ৪-৪ গোলে ড্র হয়েছে। অন্যদিকে, ভারতকে ৫-০ গোলে উড়িয়ে টানা তৃতীয় জয়ের স্বাদ নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে মালদ্বীপ। তাদের অর্জন তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের শুরুটা অবশ্য সহজ ছিল না বাংলাদেশের জন্য। বল দখলের লড়াইয়ে প্রথমার্ধে লঙ্কানরাই কিছুটা এগিয়ে ছিল। এমনকি খেলার প্রথম চার মিনিটের মধ্যেই তাদের দুটি নিশ্চিত আক্রমণ রুখে দেন বাংলাদেশের গোলরক্ষক জাহিদ হাসান রাব্বি।

খেলার ধারার বিপরীতে চতুর্থ মিনিটেই লিড নেয় বাংলাদেশ। ডান প্রান্ত দিয়ে দারুণ গতিতে বল নিয়ে ঢুকে বাম পায়ের জোরাল শটে লঙ্কান গোলরক্ষককে পরাস্ত করেন অধিনায়ক রাহবার। তবে মিনিটখানেক পরেই সমতায় ফেরে শ্রীলঙ্কা। ফ্রি-কিক থেকে গোল করেন তাদের অধিনায়ক মোহামেদ ফায়সার। বিরতির ঠিক দুই মিনিট আগে নিজের ও দলের পক্ষে দ্বিতীয় গোলে বাংলাদেশকে আবারও লিড এনে দেন রাহবার।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই নিয়ন্ত্রণ রেখে আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকে বাংলাদেশ। ২২তম মিনিটে রাহবারের পাস থেকে আলতো টোকায় বল জালে জড়ান মঈন আহমেদ। এরপর ৩৪তম মিনিটে তাজওয়ার বিন কাশেম করেন লক্ষ্যভেদ। তার নেওয়া প্রথম শটটি গোলরক্ষক ফিরিয়ে দিলেও ফিরতি শটে গোল করতে ভুল করেননি তিনি।

ম্যাচের শেষদিকে গোল শোধের নেশায় মরিয়া শ্রীলঙ্কা তাদের গোলরক্ষককেও আক্রমণে তুলে আনে। এই সুযোগটি কাজে লাগিয়ে ৩৮তম মিনিটে নিজেদের অর্ধ থেকে প্রতিপক্ষের ফাঁকা জালে বল পাঠিয়ে দেন আবির হোসেন। ফলে বড় জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল।

Related Articles

Latest Articles