-6.2 C
New York

রাজশাহীকে ফাইনালে তুলতে আসছেন উইলিয়ামসন

কেইন উইলিয়ামসনের সঙ্গে আগেই কথাবার্তা এগিয়ে রেখেছিলো রাজশাহী ওয়ারিয়র্স। এসএ টি-টোয়েন্টিতে উইলিয়ামসনের দল ছিটকে গেলেই তিনি চলে আসবেন বাংলাদেশে। সেটাই হচ্ছে। দক্ষিণ আফ্রিকা থেকে বুধবার সকালে বাংলাদেশে পৌঁছাবেন তিনি, সন্ধ্যাবেলাতেই রাজশাহীকে ফাইনালে উঠানোর চেষ্টা করবেন।

উইলিয়ামসনের দলে যোগ দেওয়ার খবর নিশ্চিত করেছেন রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। রাজশাহীর দলীয় সূত্রে জানা গেছে, নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক বাংলাদেশে নামবেন সকাল সোয়া নয়টায়।

এসএ টি-টোয়েন্টিতে এবার ডারবান সুপার জায়ান্টের হয়ে খেলছিলেন উইলিয়ামসন। তবে ব্যাট হাতে খুব একটা রানে নেই তিনি।

মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রাম রয়্যালসের কাছে ৬ উইকেটে হেরেছে রাজশাহী ওয়ারিয়র্স। এবার বিপিএলে সবচেয়ে ধারাবাহিক ক্রিকেট খেলা দলটির সামনে ফাইনালে উঠার দ্বিতীয় সুযোগ বুধবার। সিলেট টাইটান্সের বিপক্ষে সেই ম্যাচে উইলিয়ামসনকে নিয়েই নামার সম্ভাবনা প্রবল।

Related Articles

Latest Articles