-3 C
New York

ইরানে বিক্ষোভে গ্রেপ্তার ‘দাঙ্গাকারীদের’ শাস্তি শুরু

ইরানে সাম্প্রতিক দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভে গ্রেপ্তার হওয়া ‘দাঙ্গাকারীদের’ বিরুদ্ধে কঠোর শাস্তি কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। 

আল জাজিরা জানিয়েছে, একইসঙ্গে চলমান ইন্টারনেট ব্ল্যাকআউটের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে ‘লাল রেখা অতিক্রম’ হিসেবে আখ্যা দিয়েছে তেহরান।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম-হোসেন মহসেনি-এজেই বলেন, সাম্প্রতিক বিক্ষোভ ঘিরে বিচার বিভাগের কাজ এখন প্রকৃত অর্থেই শুরু হয়েছে। 

তিনি জানান, যারা দয়া পাওয়ার যোগ্য নন, তাদের ছাড় দেওয়া ন্যায়বিচারের পরিপন্থী হবে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও সংসদ স্পিকার হাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে বৈঠকে শীর্ষ নেতারা ‘খুনি ও সন্ত্রাসী ষড়যন্ত্রকারীদের’ বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। 

আল জাজিরা জনিয়েছে, বৈঠকে বিদেশি শক্তির প্ররোচনায় বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিরা ‘ইসলামি করুণা’র আওতায় আসতে পারেন বলেও ইঙ্গিত দেওয়া হয়।

ইরানি কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভে সহিংসতা উসকে দেওয়ার অভিযোগ করে আসছে।

এদিকে বিক্ষোভের চূড়ান্ত সময়ে ট্রাম্প ইরানে সরকারবিরোধী আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে শাসন পরিবর্তনের আহ্বান জানান। 

এর প্রতিক্রিয়ায় ইরানের গার্ডিয়ান কাউন্সিল এক বিবৃতিতে ট্রাম্পের বক্তব্যকে ‘অপমানজনক ও ভিত্তিহীন’ বলে নিন্দা জানায়। সর্বোচ্চ নেতার বিরুদ্ধে হুমকিকে ‘ইসলামি প্রজাতন্ত্রের জনগণের লাল রেখা’ বলেও উল্লেখ করে।

অন্যদিকে আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলো জানিয়েছে, ইরানে ইন্টারনেট সংযোগ এখনও ব্যাপকভাবে সীমিত রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ধীরে ধীরে বিধিনিষেধ শিথিল করা হতে পারে, তবে নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি।

Related Articles

Latest Articles