-4.6 C
New York

নোয়াখালীতে পিকআপ ভ্যানচাপায় নারী নিহত

নোয়াখালীর চাটখিল উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় এক নারী নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার খিলপাড়া দক্ষিণ বাজারে আনিস টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আলেয়া বেগম শিল্পী (৪৬) উপজেলার নোয়াখলা ইউনিয়নের সানোখালী গ্রামের মৃত মো. শাহজাহানের স্ত্রী।  

এ ঘটনায় আটক পিকআপচালক মো. লিমন (২০) উপজেলার খিলপাড়া ইউনিয়নের জামাল হোসেনের ছেলে।  

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার খিলপাড়া বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির একটি পিকআপ ভ্যান শিল্পীকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

ওসি আব্দুল মোন্নাফ বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা পিকআপচালককে আটক করেন। খবর পেয়ে পুলিশ পিকআপ ভ্যানটি জব্দ ও চালককে থানায় নিয়ে আসে।

তিনি আরও বলেন, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।  
 

Related Articles

Latest Articles