রাজধানীর ভাটারা থানার গ্যারেজ থেকে পুলিশের এক সহকারী উপপরিদর্শকের মোটরসাইকেল চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাত্র দুই হাজার টাকার চুক্তিতে এই চুরির পরিকল্পনা ও বাস্তবায়ন করা হয় বলে জানিয়েছে পুলিশ।
ভাটারা থানা পুলিশ আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর এলাকা থেকে চুরি যাওয়া মোটরসাইকেলসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত দুজন হলেন—মো. ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)। বাকি দুজনের বয়স আঠারোর নিচে।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গ্রেপ্তার চারজন একটি ‘আন্তঃজেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের’ সঙ্গে জড়িত।
গত ১০ জানুয়ারি ভাটারা থানার গ্যারেজ থেকে সহকারী উপপরিদর্শক (এএসআই) ফিরোজের ব্যক্তিগত মোটরসাইকেলটি চুরি হয়।
থানা সূত্রে জানা যায়, সাইদুর নামের এক ব্যক্তির পরিকল্পনায় দুই কিশোর থানায় ঢুকে মোটরসাইকেলটি চুরি করে। পরে সেটি ইব্রাহিম ও রহমতুল্লাহর কাছে বিক্রি করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ইব্রাহিম ও রহমতুল্লাহ শিশুদের মোটরসাইকেল চুরির প্রশিক্ষণ দিতেন।
এই চুরির জন্য দুই কিশোরকে এক হাজার টাকা দেওয়া হয়েছিল। আরও এক হাজার টাকা তাদের পাওনা ছিল বলে জানায় পুলিশ।
এ ঘটনায় ভাটারা থানায় একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার চারজনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
