নরসিংদীতে ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম হত্যা মামলায় প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১১ নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ও ক্যাম্প কমান্ডার আরিফুল ইসলাম।
গ্রেপ্তাররা হলেন—উপজেলার মাধবদী থানার নওয়াপাড়া এলাকার রাজন মিয়া ও তার স্ত্রী জারা আক্তার।
আরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে র্যাব-১১ ও র্যাব-১২ এর যৌথ অভিযানে কুষ্টিয়া সদরে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী রাজন ও তার সহযোগী জারাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দুজনই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারদের নরসিংদীর মাধবদী থানায় হস্তান্তর করা হয়েছে।
এ হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
গত ২৯ ডিসেম্বর নরসিংদীর মাধবদী থানাধীন নওপাড়া এলাকায় জাহিদুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
জাহিদুল পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের গয়েশপুর গ্রামের মোশাররফ হোসেন ভুঁইয়ার ছেলে ও ইউনিয়ন ছাত্রদলের কর্মী ছিলেন।
