ভারতীয় চলচ্চিত্র তারকা ম্রুণাল ঠাকুর ও ধানুশের সম্পর্ক নিয়ে নানান জল্পনা-কল্পনা চলছে। সেই জল্পনা অবশেষে বিয়ের গুঞ্জনে রূপ নিয়েছে।
ভারতের একাধিক সংবাদমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদনের দাবি, দুজন নাকি আগামী ১৪ ফেব্রুয়ারি বিয়ের পরিকল্পনা করছেন। সেই বিয়েতে কেবল ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন।
তবে এসব প্রতিবেদন নিয়ে ধানুশ বা ম্রুণাল কেউই কোনো প্রতিক্রিয়া জানাননি। এমনকি তাদের টিম থেকেও কোনো মন্তব্য আসেনি। বরং দুজন তাদের ব্যক্তিগত জীবনকে যতটা সম্ভব আড়ালে রাখার চেষ্টা করছেন।
সন অব সর্দার টু সিনেমার স্ক্রিনিংয়ের আগে মৃণাল ঠাকুরকে ধানুশের বহুল প্রতীক্ষিত তেরে ইশক মেনের র্যাপ-আপ পার্টিতে দেখা যায়। তখন থেকেই এই গুঞ্জনের শুরু।
নিউজ এইটটিনের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণী সিনেমাতে কাজ করার সুবাদেই মৃণালের সঙ্গে ধানুশের যোগাযোগ বাড়ে।
সূত্রের বরাতে নিউজ এইটটিনের প্রতিবেদনে বলা হয়, ‘হ্যাঁ, তারা ডেট করছেন, এটা সত্যি। তবে সম্পর্ক এখনো শুরু পর্যায়ে আছে, তাই জনসমক্ষে বা মিডিয়ার সামনে আনুষ্ঠানিকভাবে কিছু বলতে চাইছেন না।’
সূত্রটি আরও জানায়, সিতা রামাম সিনেমার সাফল্যের পর দক্ষিণী চলচ্চিত্র জগতে ম্রুণাল ব্যাপক পরিচিতি পান। একই সময়ে তিনি মুম্বাইয়েও কাজ করছিলেন।
সূত্র জানায়, ‘মুম্বাই ও হায়দরাবাদে নিয়মিত যাতায়াতের সময় দক্ষিণের এক অনুষ্ঠানে ম্রুণালের সঙ্গে ধানুশের পরিচয়।’
এর আগে, সন অব সর্দার টু সিনেমার বিশেষ স্ক্রিনিংয়ে ধানুশের সঙ্গে ম্রুণালের একটি ভিডিও ভাইরাল হয়। এরপর তাদের সম্পর্কের গুঞ্জন আরও জোরদার হয়। পরে দেখা যায়, ম্রুণাল ইনস্টাগ্রামে ধানুশের দুই বোন ডা. কার্তিকা কার্তিক ও বিমলা গীতাকে ফলো করেছেন।
নেটিজেনরা লক্ষ্য করেন, ধানুশ ১ আগস্ট ম্রুণালের জন্মদিনের পার্টিতেও উপস্থিত ছিলেন।
গত বছরের আগস্টে ম্রুণাল প্রথমবারের মতো এই গুঞ্জন নিয়ে মুখ খুলেছিলেন। তখন তিনি অনলি কলিউডকে দেওয়া এক সাক্ষাৎকারে ধানুশকে কেবল বন্ধু হিসেবে উল্লেখ করেছিলেন।
তিনি বলেছিলেন, ‘ধানুশ আমার খুব ভালো বন্ধু।’
তবুও তাদের সম্পর্ক গুঞ্জন থামেনি।
