-3 C
New York

গণভোটে ‘হ্যাঁ’ প্রচার চালাতে ব্যাংকগুলোকে নির্দেশ

জুলাই সনদের ওপর আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালানোর জন্য সব ব্যাংককে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল রোববার কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তরে অনুষ্ঠিত ব্যাংকারদের সভায় এই নির্দেশনা দেওয়া হয়।

গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে ওই সভায় অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান মাশরুর আরেফিনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশ নেয়। এ ছাড়া আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও নির্বাহী পরিচালকেরা উপস্থিত ছিলেন।

সভায় খেলাপি ঋণ কমানো, বাংলাদেশ ব্যাংকের ডলার কেনা এবং আগামী জাতীয় নির্বাচনের দিন অনুষ্ঠেয় গণভোট নিয়ে আলোচনা হয়।

এবিবি চেয়ারম্যান মাশরুর আরেফিন টেলিফোনে দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমাদের “হ্যাঁ” ভোটের পক্ষে প্রচার চালাতে বলা হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটি চিঠি এসেছে, যেখানে মানুষকে গণভোটে অংশ নিতে উৎসাহিত করার জন্য প্রতিটি শাখায় দুটি করে ব্যানার টাঙাতে নির্দেশ দেওয়া হয়েছে।’

তিনি বলেন, প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠিতে গণভোট বিষয়ে জনসচেতনতা তৈরিতে কাজ করা এনজিওদের অর্থ দেওয়ার জন্যও ব্যাংকগুলোকে বলা হয়েছে।

মাশরুর আরেফিন আরও বলেন, আমরা এবিবির মাধ্যমেও সহায়তা দেব। ব্যাংকগুলো এ ব্যাপারে অনেক কার্যক্রম হাতে নেবে, কারণ বিষয়টি সাধারণ মানুষের বোঝা দরকার। এবিবির চেয়ারম্যান হিসেবে আমি নিজেও এখানে অর্থ ব্যয় করব এবং কিছু কার্যক্রম চালাব।

সভায় উপস্থিত একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জানান, গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংক প্রতিটি শাখায় ব্যানার টাঙিয়ে জনসচেতনতা সৃষ্টি এবং ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে একটি চিঠি পাঠিয়েছে। অনেক ব্যাংক ইতিমধ্যে তাদের শাখাগুলোতে প্রচারণা শুরুও করেছে।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবহিত নন।

Related Articles

Latest Articles