ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় পাইপগান ও গুলিসহ সাগর শেখ নামে এক যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার লাঙ্গলবাধ বাজারসংলগ্ন নতুনভুক্ত মালিথিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
শৈলকুপা থানার পরিদর্শক (তদন্ত) শাকিল আহমেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক সাগর শেখ (৩২) কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার বিহারিয়া শেখপাড়া গ্রামের কুদ্দুস শেখের ছেলে।
স্থানীয়রা জানান, গভীর রাতে মুকতার হোসেনের বাড়িতে ডাকাতি হচ্ছে—এমন খবর শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে যান ও হামলাকারীদের ধাওয়া করেন। তারা একজনকে ধরে গণপিটুনি দেন। অন্যরা পালিয়ে যান।
শাকিল আহমেদ বলেন, ঘটনাস্থলে তদন্ত করে আমরা জানতে পারি, এটি ডাকাতি ছিল না। আটক সাগর শেখ ওই পরিবারের জামাই। জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে তিনি সহযোগীদের নিয়ে রোববার গভীর রাতে মুকতার হোসেনের বাড়িতে হামলা চালান। স্থানীয়রা তাদের ধাওয়া করে সাগর শেখকে আটক করে গণপিটুনি দেয়। অন্যরা পালিয়ে যায়।
তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ সাগর শেখকে হেফাজতে নেয়। সে সময় একটি পাইপগান, তিন রাউন্ড গুলি ও তিনটি হাতবোমা উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।
