-5.5 C
New York

শুধু ভোট দিলে হবে না, সঠিক গণনা আপনাদেরই নিশ্চিত করতে হবে: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসন্ন নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে। সবাইকে সতর্ক থাকতে হবে।

আজ সোমবার বিকেলে নোয়াখালীর হাতিয়ার দ্বীপ সরকারি কলেজ মাঠে আয়োজিত এক জনসভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, গত ১৫–১৬ বছর ধরে আপনারা ভোট দিতে পারেননি। আপনাদের ভোটাধিকার ও বাকস্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। যারা এর জন্য দায়ী, তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে।

তিনি বলেন, শুধু ভোট দিলেই হবে না, আপনাদের সেখানে (কেন্দ্রে) থাকতে হবে। নিশ্চিত করতে হবে আপনার ভোট সঠিকভাবে গণনা হচ্ছে কি না। এই দেশ আমাদের সবার। সব ধর্মের মানুষকে নিয়ে আমাদেরই এ দেশ গড়তে হবে। এই দেশই আমাদের প্রথম ও শেষ ঠিকানা।

বিএনপি চেয়ারম্যান বলেন, সমস্যার সমাধান করতে হলে ধানের শীষের জয় নিশ্চিত করতে হবে। এ অঞ্চলের মানুষ আগে অনেককেই দেখেছে, কিন্তু তারা সমস্যার সমাধান করেনি। আমরা ইনশাআল্লাহ নদীভাঙন রোধ, বেড়িবাঁধ ও ব্লক বাঁধ নির্মাণে কাজ করব। তবে আপনাদেরও দায়িত্ব আছে—ধানের শীষের বিজয় নিশ্চিত করা।

তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে হাতিয়ার মানুষের সব সমস্যা ধাপে ধাপে সমাধান করা হবে।

Related Articles

Latest Articles