-3 C
New York

মহেশখালীতে ২ স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ 

কক্সবাজার–মহেশখালী নৌপথে দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন এবং ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার দুপুর পৌনে ১টার দিকে বাকখালী নদীর মোহনায় এ দুর্ঘটনা ঘটে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন,  নিহত নারীর বয়স আনুমানিক ৫০ বছর। পুলিশ তার পরিচয় শনাক্তের চেষ্টা করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবোঝাই দুটি স্পিডবোট একই সময়ে মহেশখালীর গোরকঘাটা ঘাট থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে আসে। বাকখালী নদীর মোহনার কাছে পৌঁছালে সামনের স্পিডবোটটির ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে যায়। পেছন থেকে উচ্চগতিতে আসা স্পিডবোটটি নিয়ন্ত্রণ হারিয়ে সেটিতে ধাক্কা দেয়। এতে দুটি নৌযানই উল্টে যায় এবং যাত্রীরা নদীতে ছিটকে পড়েন।

স্থানীয় মাঝি, অন্যান্য স্পিডবোট ও ট্রলারের সহায়তায় সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযান শুরু করা হয়।

নৌপথটির স্পিডবোট চালক সমিতির সভাপতি মোহাম্মদ দিদারুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে জীবিত যাত্রীদের উদ্ধার করেন।

তিনি বলেন, গুরুতর আহত অবস্থায় এক নারীকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা মোহাম্মদ আবদুল ওয়াকিল বলেন, ঘটনার পরপরই বিআইডব্লিউটিএর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত চলছে।

Related Articles

Latest Articles