ভিয়ারিয়ালকে ২-০ গোলে হারিয়ে লা লিগার শিরোপা লড়াইয়ে নতুন মোড় দিল রিয়াল মাদ্রিদ। এই জয়ে বার্সেলোনাকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে আলভারো আরবেলোয়ার দল।
ঘরের মাঠে রিয়ালের জয়ের নায়ক কিলিয়ান এমবাপে। ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে লিড নেওয়ার পর শেষ দিকে পেনাল্টি থেকে আরও এক গোল করেন এই ফরাসি ফরোয়ার্ড। চলতি লিগে ১৯ ম্যাচে এটি এমবাপের ২১তম গোল।
ম্যাচের প্রথমার্ধ ছিল ম্যাড়মেড়ে। দুই দলের কেউই সেভাবে পরিষ্কার কোনো সুযোগ তৈরি করতে পারেনি। তবে বিরতি থেকে ফিরেই খোলস ছেড়ে বের হয় রিয়াল। বিরতির পর কয়েক মিনিটের মাথায় লিড নেয় স্বাগতিকরা। ভিনিসিয়ুস জুনিয়রের একটি নিচু ক্রস ভিয়ারিয়াল রক্ষণভাগে প্রতিহত হলেও বল পেয়ে যান এমবাপে। নিখুঁত ফিনিশিংয়ে গোলরক্ষক লুইজ জুনিয়রকে পরাস্ত করেন তিনি।
ভিয়ারিয়ালের ফুটবলাররা ভিনিসিয়ুস বলটি মাঠের বাইরে থেকে টেনে এনেছিলেন বলে দাবি তুললেও ভিএআর পরীক্ষায় গোলের সিদ্ধান্তই বহাল থাকে।
দ্বিতীয়ার্ধে ভিনিসিয়ুসকে বেশ উজ্জ্বল দেখালেও গোলের দেখা পাননি তিনি। এ নিয়ে লা লিগায় টানা ১৩ ম্যাচ গোলহীন থাকলেন এই ব্রাজিলিয়ান তারকা। ম্যাচের ৬২ মিনিটে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল ভিয়ারিয়াল। দানি পারেজোর ফ্রি-কিক থেকে আনমার্কড অবস্থায় বল পেয়েও শট লক্ষ্যে রাখতে পারেননি জেরার্ড মোরেনো।
যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। আলফনসো পেদ্রাজা তাকে ডি-বক্সের ভেতর ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ঠাণ্ডা মাথায় চিপ করে গোলপোস্টের মাঝ দিয়ে বল জালে পাঠান এমবাপে।
ম্যাচ শেষে এমবাপে জানান, এই ‘পানেঙ্কা’ শটটি তিনি উৎসর্গ করেছেন সতীর্থ ব্রাহিম ডিয়াজকে। গত সপ্তাহে আফ্রিকা কাপ অফ নেশনসের ফাইনালে একইভাবে পেনাল্টি মিস করেছিলেন মরক্কোর এই ফুটবলার, যার খেসারত দিয়ে সেনেগালের কাছে হারতে হয়েছিল তার দলকে।
জানুয়ারিতে যখন লিগ পুনরায় শুরু হয়, তখন বার্সেলোনার চেয়ে চার পয়েন্টে পিছিয়ে ছিল রিয়াল। তবে গত সপ্তাহে রিয়াল সোসিয়েদাদের কাছে হানসি ফ্লিকের দলের হারে পাল্টে যায় সমীকরণ। জাবি আলনসোর বিদায়ের পর আরবেলোয়ার শুরুটা ভালো না হলেও তার অধীনে টানা তিন ম্যাচ জিতল মাদ্রিদ।
বর্তমানে দুই পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে আছে রিয়াল। তবে রবিবার তলানির দল রিয়াল ওভিয়েদোর বিপক্ষে জিতলে আবারও শীর্ষে ফেরার সুযোগ থাকবে বার্সেলোনার সামনে।
